This download link is referred from the post: NIOS 10th Class (Secondary) Last 10 Years 2010-2020 Previous Question Papers || National Institute of Open Schooling
Firstranker's choice
This question paper consists of 30 questions and 8 printed pages.
--- Content provided by FirstRanker.com ---
Roll No. |
Day and Date of Examination |
Signature of Invigilators |
1. |
2. |
BANGALI (বাংলা) (203)
Code No. 46/S/A/B
সাধারণ নির্দেশিকা:
- পরিক্ষার্থী প্রশ্নপএরের প্রথম পৃষ্ঠায় অবশ্যই তার নাম রোল নং লিখিবেন ।
- প্রশ্নপুস্তিকার প্রথম পৃষ্ঠার উপরে ছাপা প্রশ্ন সংখ্যা ও প্রশ্নপত্রের পৃষ্ঠার সংখ্যারসংগে আপনার প্রশ্নপত্রের সংখ্যা মিলিয়ে নিন | প্রশ্নাবলি পরপর আছে কিনা তাও লিখিয়ে নিন।
- বিষয়মূলক (Objective type) প্রশ্নগুলীর উত্তর দেওয়ার জন্য A, B, C এবং D এর যেকোনোএকটি সঠিক বিকল্প কে বেছে নিয়ে আপনাকে দেওয়া পৃথক উত্তর পুস্তিকায় সেটি নির্দেশিত করুন |
- সবগুলি প্রশ্নের উত্তর নির্ধারিত সময়েরই মধ্যেই দিতে হবে।
- নির্দিষ্ট স্থান ছাড়া অন্যস্থানে পরিচয়জ্ঞাপক চিহ্ন দিলে অথবা রোল নাম্বার লিখলে পরীক্ষার্থী অযোগ্য বিবেচিত হতে পারেন ।
- উত্তর পুস্তিকায় প্রশ্নপুস্তিকার Code No. 46/S/A/B লিখুন ।
--- Content provided by FirstRanker.com ---
46/S/A/B-203-B]
--- Content provided by FirstRanker.com ---
BANGALI (বাংলা) (203)
সময়: 3 ঘন্টা
পূর্ণমান : 100
নির্দেশ:
--- Content provided by FirstRanker.com ---
- সমস্ত প্রশ্ন বাধ্যতামূলক, প্রতিটি প্রশ্নের সংগে নাম্বার দেওয়া আছে ।
- 1 to 20 প্রশ্নগুলি বহুমুখী (Multiple choice) প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সংগে 4 টি সম্ভাব্য উত্তর দেওয়া আছে, ঠিক উত্তরটি বেছে লিখতে হবে, প্রতিটি প্রশ্ন (1) নাম্বারের
1 কান্ডারী হুশিয়ার কবিতায় কবি কাণ্ডারীর কি দেখতে চান ? 1
(A) নৌচালানর দক্ষতা (B) মাতৃমুক্তি পন
(C) মানষিক শক্তি (D) দৈহিক শক্তি
--- Content provided by FirstRanker.com ---
2 জলসএ গল্পে এক বুড়ি অন্য গ্রাম থেকে ফিরছিল 1
(A) আনাজ বিক্রী করে (B) আম কিনে
(C) আত্রীয়ের খবর নিয়ে (D) ভিক্ষা করে
3 মিলনের কথা প্রবন্ধে হিন্দু মুসলমানের মিলনের খর্বা কৃতি তরুতে প্রেম-সিংচন হয়েছিল 1
(A) পন্ডিতজির (B) কবিগুরুর
--- Content provided by FirstRanker.com ---
(C) মহাত্মার (D) মৌলানা সাহেবের
4 ওরা কাজ করে কবিতায় জয়স্তম্ভ কিসের মতো তার অর্থ ভোলে? 1
(A) অম্লের মতো (B) মৃড় সম
(C) শিশু সম (D) বৃষ্ণের মতো
46/S/A/B-203-B]
--- Content provided by FirstRanker.com ---
5 ভারতীয় সংস্কৃতির ধারা প্রবন্ধ অনুযায়ী শুদ্ররা সাধারণত আর্য পূর্ব সমাজের 1
(A) অতিক্ষুদ্র অংশ (B) বৃহত্তর অংশ
(C) গন্ডী বহিভূর্ত গোষ্ঠী (D) 'এলিৎ' সম্প্রদায়
6 অবাক জলপান নাট্যাংশে খোকার মামার মূর্তি 1
--- Content provided by FirstRanker.com ---
(A) শাক্ত (B) রুদ্র
(C) রুক্ষ (D) বিমল
7 নানু গল্পে মনোহর চ্যাঁটুজেজর দেহ ছিল 1
(A) রোগাটে (B) রোগ জীন
(C) সুগঠিত (D) বিপুলায়তন
--- Content provided by FirstRanker.com ---
8 মাদাম কুরি প্রবন্ধে মাদাম কুরি যে যশের অধিকারীণী ছিলেন, তা 1
(A) মনুস্থ্য দুর্লভ (B) সহজলভ্য
(C) দেবদুর্লভ (D) আয়াসলত্য
9 বংগভূমির প্রতি কবিতায় কবি বংগজননি কে তার মন কোকোনদকে কি হীনা করতে অনুরোধ করেছেন 1
(A) বর্ণহীন (B) পাপড়ীহীন
--- Content provided by FirstRanker.com ---
(C) মধুহীন (D) গল্পহীন
10 ছোঁওয়াছুঁয়ি মন্ত্রতন্ত্র নাট্যাংশে পন্চকরা ঘরে ঢুকতে দেয়না তাদের, যারা 1
(A) লোহা পেটায় (B) কাঁকুর খায়
(C) খেসারীর ডাল খায় (D) কাঁকুর আর খেসারীর ডাল খায়
11 বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় ইন্দ্রের সভায় বেহুলা নেচেছিল 1
--- Content provided by FirstRanker.com ---
(A) ময়ুরীর মতো (B) ছিল খঞ্জনার মতো
(C) চন্দনার মতো (D) হরিণীর মতো
46/S/A/B-203-B]
12 চোট্টিমুন্ডা এবং তার তীর গল্পে আদিবাসীদের মেলা হয় 1
--- Content provided by FirstRanker.com ---
(A) একটা ছোট জায়গায় (B) একটা বিরাট হল ঘরে
(C) গ্রামের স্কুলের মাঠে (D) এক প্রশস্ত মাঠে
13 রেকর্ড গল্পে লেখক রেকর্ড খানা কিনে ছিলেন 1
(A) পাঁচ টাকায় (B) দশ আনায়
(C) বারো আনা পয়সা দিয়ে (D) দু টাকায়
--- Content provided by FirstRanker.com ---
14 ছাড়পত্র কবিতায় যে শিশু ভূমিষ্ট হল তার মুখে কবি খবর পেয়েছেন 1
(A) সে পেয়েছে একশো মহোর (B) নতুন সূর্য উঠছে
(C) সে পেয়েছে ছাড়পত্র এক (D) সে পেয়েছে পাঁচশো ডলার
15 ধবংস গল্পে যে ছেলেটির সংগে ক্যামিলের বিয়ে হবার ছিল তার নাম 1
(A) বিল (B) জন
--- Content provided by FirstRanker.com ---
(C) রবার্ট (D) জ্যাক
16 জলসএ গল্পে মাধব শিরোমনীর বংশ চিরদিনই 1
(A) নবাব গন্জ নিবাসী (B) অশূদ্রে প্রতিগ্রাহী
(C) রতনপুর নিবাসী (D) জাতি ধর্ম নির্বিশেষে প্রতিগ্রাহী
17 মেরামত (লালু, 'মেরামতির কাজ') শব্দতী 1
--- Content provided by FirstRanker.com ---
(A) হিন্দী (B) অরবী
(C) ওড়ীয়া (D) ফরাসী
18 উকিল (জলছত্র) শব্দটি 1
(A) তুর্কি (B) অরবী
(C) ফরাসী (D) ডাচ
--- Content provided by FirstRanker.com ---
46/S/A/B-203-B]
19 এক্সপেরিমেন্ট (অবাক জলপান) শব্দটী 1
(A) জামন (B) রুশ
(C) স্পেনিশ (D) ইংরেজী
--- Content provided by FirstRanker.com ---
20 তারিফ (ধবংস) শব্দটী 1
(A) ফরাসী (B) আরবী
(C) হিন্দী (D) গুজরাতী
[21 ক 21 চ প্রশ্নগুলির উত্তর 10-12 টি শব্দে দিতে হবে |]
21 (ক) ধবংশ গল্পে জার্মনীর সংগে ফ্রান্সের মুদদ্ধ বাঁধলে পিয়েরের কি হয়েছিল । 1
--- Content provided by FirstRanker.com ---
(খ) কান্ডারী হুশিয়ার কবিতায় 'বন্চিত বুকে' কি হয় ? 1
(গ) জনক্ষত্র কল্পে তারাচাঁদ রতনপুরে কৈবর্ত পারা থেকে কি ভাবে জল এনেছিল । 1
(ঘ) চোট্টী মুন্ডা এবং তার গল্পে চোট্টী মেলায় আদিবাসীর বাঁসের মাচায় কি করে ? 1
(৬) ছাড়পত্র কবিতায় কবিতার দেহের রক্তে কি করতে চান ? 1
(চ) অবাক জলপান নাট্যাংসে প্রথমে বৃদ্ধের মামা বাড়ীর কুয়োর জল কেমন ? 1
--- Content provided by FirstRanker.com ---
[22 ক 22 চ প্রশ্নগুলির উত্তর অনধিক 25 টি শব্দে দিতে হবে |]
22 (ক) ছোঁওয়াছুঁয়ী মন্ত্রতন্ত্রে পন্ড করা কবে লোহা গলাতে পারে ? 2
(খ) ধবংস গল্পে পিয়ের জখুন মুদেদ্ধ যায় তখন ক্যামিন কি পরখ কর ছিল ? 2
(গ) শুধু ভাঁঙঙ্গা নয় কবিতায় কাকে ভালো কবিরাজ দেখানোর কথা বলা হয়েছে ? 2
(ঘ) মাদাম কুরি প্রবন্ধে কিসের কথা প্রায়ী খবরের কাগজে ছাপা হয় ? 2
--- Content provided by FirstRanker.com ---
(৬) রেকর্ড গল্পে করুনা ইউরোপের ডক্টরেটের ডিপ্লোমা সম্পর্কে কি মন্তব্য করেছেন ? 2
(চ) পিয়ানোর গান কবিতায় পিয়ানোর ধলী মাধুর্য কোন কোন ফুলের তুল নয় ? 2
46/S/A/B-203-B]
[23 ক 23 খ প্রশ্নদুটি ব্যাখ্যামূলক, অনধিক 50 টি শব্দে উত্তর দিতে হবে |]
--- Content provided by FirstRanker.com ---
23 (ক) লালু গল্পে লালুর কি মারাত্মক দোষ ছিল ? 3
(খ) কাণ্ডারী হুশিয়ার কবিতায় কোন পরিস্থিতিতে কবি কাণ্ডারীর 'মাতৃমুক্তি পন' দেখতে চান ? 3
24 রেকর্ড গল্পে বৈঠক খানা রোডে অবস্থিত চোরা বাজারের যে চিত্র দেওয়া আছে (অনধিক 100 শব্দে লিখুন) 4
অথবা
মাদাম কুরি প্রবন্দে মাদাম কুরি ও তার পরিবারের বিজ্ঞান সাধনার যে পরিচয় আছে 100 শব্দে লিখুন ? 8
--- Content provided by FirstRanker.com ---
25 পিয়ানোর গান কবিতায় যে সোন্দর্য লোক সৃষ্টি হয়েছে তার পরিচয় দিন (অনধিক 100 শব্দে লিখুন) 8
অথবা
শুধু ভাঁগা নয় কবিতার বক্তব্য অনধিক 100 শব্দে লিখুন ।
26 আবাক জলপান নাট্যাংশে দুজন বৃদধ জল সম্পর্কে পথিককে কি কি বলেছেন তা লিখুন (অনঘির 40 শব্দে লিখুন) 6
27 (ক) সন্ধি বিচ্ছেদ করুন (যে কোনো 4 টি)- 4
--- Content provided by FirstRanker.com ---
দুরারোগ্য, ক্রমাগত, মধ্যাহু, দুর্গন্ধ, জলাতক
(খ) পদান্তর করুন (যে কোনো 4 টি)- 4
বাহাদুরী, উজন্য, পরিষ্কার, স্বাদ, স্বচ্ছন্দ
(গ) যেকোন 4 টি প্রবচনের সাহায্য বাক্য রচনা করুন) 4
ধর্মের কল বাতাসে নড়ে
--- Content provided by FirstRanker.com ---
নেই মামার চেয়ে কানা মামা ভালো
নুন আন্তে পান্তা ফুরোয়
সাপের পাঁচ পা দেখা
ব্যাঙের সদী
(ঘ) বিপরীতার্থক শব্দ লিখুন: (যেকোন 4 টি) 4
--- Content provided by FirstRanker.com ---
মহাত্মা, দুঃস্বপ্ন, সন্ধি, ছায়া, দুরারোগ্য
46/S/A/B-203-B]
28 ভাব সম্প্রসারণ করুন (অনধিক ৭৫ টি শব্দে) 5
নিবিড় ঘন আধারে জ্বলিছে প্লবতারা
--- Content provided by FirstRanker.com ---
মন রে মোর পাথারে হোসনে দিশাহারা ||
অথবা
জগতের যা কিছু উলতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উত্সাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। 5
29 আপনারা চার বন্ধু একটি পার্বত্য এলাকায়ে বেড়াতে গিয়েছিলেন । তার অভিজ্ঞতার কথা জানিয়ে অন্য এক বন্ধুকে চিঠি লিখুন । 5
--- Content provided by FirstRanker.com ---
অথবা
অপনি একটি বইয়ের দোকান খুলতে চান । ঋনের জন্য আবেদন জানীয়ে স্থানীয় ব্যল ম্যানেজার কে চিঠি লিখুন ।
30 যেকোন একটি বিষয় অবলম্বনে অনধিক ১২০ টি শব্দে একটি প্রবন্ধ লিখুন 8
(ক) স্বেচ্ছায় রক্তদান
[ মানুষের শরীরে রক্তের গুরুত্ব কি জন্য বাড়তি রক্ত দরকার রক্তদান করতে পারেন কারা কি ভাবে রক্ত নেওয়া হয় কোথায় রক্ত সংরক্ষিত হয় - দুষ্টচক্র কিভাবে রক্ত নিয়ে ব্যাবসা করে উপসংহার]
--- Content provided by FirstRanker.com ---
(খ) বন্য প্রাণী সংরক্ষণ
[ বন্য প্রাণী শ্রেণী - তাদের বাসস্থান - তাদের সংরক্ষণের প্রোয়োজনিয়তা - এ বিষয়ে সরকারী ব্যাবস্থা ও জনসচেতনতা ]
46/S/A/B-203-B]
(গ) পশ্চিমবংগের চা-শিল্প
--- Content provided by FirstRanker.com ---
[বর্তমান জীবনে চা - ভারতে কোথায় কোথায় চা হয় - চায়ের দেশিয় ও আর্ন্তজাতি ক বাজার - পশ্চিমবংগের চায়ের গুরুত্ব, উত্পাদন মাত্রায় এবং গুলে - পশ্চিমবংগে এই শিল্পের সমস্যা, প্রতিকার এবং সম্ভাবনা ]
(ঘ) অবকাশ যাপন
[ মানুষের জীবনের অবকাশের প্রয়োজনিয়তা অবকাশ, সেকালের, একালের, অবকাশের সার্থকতা | ]
46/S/A/B-203-B]
--- Content provided by FirstRanker.com ---
This download link is referred from the post: NIOS 10th Class (Secondary) Last 10 Years 2010-2020 Previous Question Papers || National Institute of Open Schooling
--- Content provided by FirstRanker.com ---